রাত ১০টা ১০ মি, ১৮ জুন, একুশে টিভি
এ সপ্তাহের নাটক
প্রেমলাল মিষ্টান্ন ভান্ডর
রচনা ও পরিচালনা: হিমু আকরাম
অভিনয়:চঞ্চল চৌধুরি, বিন্দু, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী
মোহন লালের একমাত্র পুত্র প্রেম লালের দিন কাটে চায়ের দোকানে আড্ডাবাজি, তাস খেলা, মহল্লায় মারামারি, আর পাশের বাড়ির ছাদেও বিলকিসের সাথে জ্ঞানগর্ভ কথা বলে। পুত্রের বেকার জীবন-যাপন দেখে মোহন লালের চিন্তার শেষ না থাকলেও প্রেম লালের অনেক চিন্তা। সেটা অন্য কারো জন্য নয়, পাশের বাড়ির বিলকিসের জন্য।
বিলকিস রোজ বিকেলে ছাদে এসে দাঁড়ালে কিছুক্ষনের জন্য হলেও প্রেম লালের বিলকিসের প্রেমিক হতে বড় বেশী সাধ হয়। কিন্তু বিলকিসের সাধ অন্য দিকে। সেটা প্রেম লালের জন্য নয় মিষ্টির জন্য। বিলকিস প্রেম লালের সাথে গল্প করারর ফাঁকে বার বার জানিয়ে দেয় তার মিষ্টিপ্রীতির কথা।
অতঃপর ধুমধাম কওে, বাদ্য বাজিয়ে আত্বপ্রকাশ করে “প্রেমলাল মিষ্টান্ন ভান্ডর”। আবেগে আপ্লুত প্রেম লাল দেশের বিখ্যাত সব মিষ্টির কারিগরদের দিয়ে বিলকিসের পছন্দের সব মিষ্টিতে সুসজ্জিত কওে রাখে মিষ্টান্ন ভান্ডার। আর সে দিনই বিলকিসের বাবা এসে এক মণ মিষ্টি কিনে নিয়ে যায় প্রেম লাল মিষ্টান্ন ভান্ডার থেকে। বিস্মিত প্রেমলাল বিলকিসের বাবার কাছে এত মিষ্টি কেনার কারণ জানতে পাওে এগুলো বিলকিসের বিয়ের মিষ্টি, জামাই বাড়িতে পাঠাতে হবে। অবশেষে প্রেমিক প্রেমলাল বিলকিসকে হারানোর অধিক শোকে পাথর হয়ে বসে থাকে মিষ্টান্ন ভান্ডারের গদিতে।
এমন এক বিরহের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রেমলাল মিষ্টান্ন ভান্ডর’। হিমু আকরামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরি, বিন্দু, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী প্রমূখ।
সাতদিন/এমজেড