লোক গানের বিশেষ অনুষ্ঠান
মন মাঝে কার যেন
২২ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মি:, এসএ টিভি
অতিথি শিল্পী: শাহ আলম দেওয়ান, ফারুক নুরী, শামসুল হক চিশতী, অন্তর সরকার, দিল আফরোজ রেবা, চন্দনা মজুমদার, সফি মন্ডল, পাগলা বাবলু
১৯ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১২ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। দিবসটি উপলক্ষ্যে চ্যানেলটিতে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মন মাঝে কার যেন’। সঙ্গীত পরিবেশনায় থাকছেন শাহ আলম দেওয়ান, ফারুক নুরী, শামসুল হক চিশতী, অন্তর সরকার, দিল আফরোজ রেবা, চন্দনা মজুমদার, সফি মন্ডল, পাগলা বাবলু প্রমূখ।
কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সায়মন জাকারিয়া। প্রচারিত হবে বিকাল ৩টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড/২১জানুয়ারি২০১৫