বেঙ্গল শিল্পালয়ে বক্তব্য রাখবেন

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও বিশ্বজিৎ গোস্বামী

২৪ জানুয়ারি বিকাল ৫টা

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান, ঢাকা

গত ১১ জানুয়ারি থেকে বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে শিল্পী বিশ্বজিৎ গোস্বামী’র শিল্পকর্ম নিয়ে একক প্রদর্শনী ‘ইন মোশন’। ২৪ জানুয়ারি প্রদর্শনীর শেষ দিন এক বিশেষ আয়োজনে শিল্প বিষয়ক বক্তব্য প্রদান করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং বিশ্বজিৎ গোস্বামী। পাশাপাশি প্রদর্শিত হবে ভারতীয় ভাস্কর কে. এস. রাধাকৃষ্ণন এবং বিশ্বজিৎ গোস্বামী’র মধ্যকার আলোচনার এক দুর্লভ ভিডিও।

উল্লেখ্য, ‘ইন মোশন’ শীর্ষক এই প্রদর্শনীতে শিল্পী বিশ্বজিৎ গোস্বামী মানব শরীরের নানা ভঙ্গী তুলে ধরেছেন। তাঁর ক্যানভাসে উঠে ফুটে উঠেছে শরীরের বিভিন্ন অংশ এবং এগুলো গতিশীলতাকে নির্দেশ করছে। অনেকক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশকে অতিমাত্রায় বড় করে ফোকাস করেছেন এবং এভাবে সৃষ্টি করেছেন নিজস্ব ভাষা। শিল্পী শাহাবুদ্দিনও মানব শরীরের ভঙ্গি নিয়ে কাজ করেছেন এবং এ বিষয়ে রয়েছে তাঁর আগ্রহ।

সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৫


সাংস্কৃতিক অনুষ্ঠান

 >