A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩ | সাতদিন

টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩

সেতারশিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টপাধ্যায়ের পরিবেশনা

২৪ জানুয়ারি রাত ৯টা, মাছরাঙা টেলিভিশন

মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৩’-এর ধারণকৃত অংশ। গত বছরের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। ২৩ ও ২৪ জানুয়ারি প্রচারিত হবে প্রখ্যাত সেতারশিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টপাধ্যায়ের পরিবেশনা।

সেনিয়া মাইহার ঘরানার শিল্পী পূর্বায়ন নিজেকে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি পণ্ডিত শ্রী পার্থপ্রতীম চট্টপাধ্যায়-এর কাছে তালিম নেন। পরবর্তীতে তিনি প্রবাদপ্রতীম শিল্পী ওস্তাদ আলী আকনর খাঁ-এর কাছে তালিম নেওয়ার সৌভাগ্য অর্জন করেন। ১৯৭৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করা পূর্বায়ন ইতোমধ্যে ইউরোপ-আমেরিকা’সহ বিশ্বের বিভিন্ন স্থানে মঞ্চে নাজিয়েছেন।

সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৫