মকসুদ জামিল মিন্টুর গান নিয়ে
অনুপমা মুক্তি ও সাব্বির
২৪ জানুয়ারি সকাল ৮টা, বৈশাখী টেলিভিশন
উপস্থাপনা : ফারহানা নিশো
প্রযোজনা: ইসলাম শফিক
স্টুডিও লাইভ মিউজিক্যাল শো ‘সময় কাটুক গানে গানে’। এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টুর গান দিয়ে। গানগুলো গেয়ে শোনাবেন এ প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী অনুপমা মুক্তি ও সাব্বির।
সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ এর প্রায় সকল চলচ্চিত্রেই সঙ্গীত পরিচালক ছিলেন মকসুদ জামিল মিন্টু। 'একটা ছিল সোনার কন্যা', 'ও আমার উড়াল পঙ্ক্ষীরে', 'আমার ভাঙা ঘরে ভাঙা চালা', 'চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে', 'বরষার প্রথম দিনে'র মতো জনপ্রিয় গানগুলোর সুরকার তিনি।
ফারহানা নিশোর উপস্থাপনায় এবং ইসলাম শফিকের প্রযোজনায় 'সময় কাটুক গানে গানে' সম্প্রচারিত হবে ২৩ জানুয়ারি রাত ১১ টায় সরাসরি বৈশাখী টেলিভিশনে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ২৪ জানুয়ারি সকাল ৮ টায়।