ডক্টর’স চেম্বার-এর বিষয় ক্রনিক কিডনি ডিজিজ
২৩ জানুয়ারি ৫ টা ২ মিনিট, মাছরাঙা টেলিভিশন
অতিথি চিকিৎসক: ডা. মোসাদ্দেক আহমেদ
ডক্টর’স চেম্বার চিকিৎসাসংক্রান্ত তথ্য নির্ভর অনুষ্ঠান। প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।মাছরাঙা টেলিভিশনের এ সরাসরি স্বাস্থ্য পরামর্শ বিষয়ক অনুষ্ঠান 'ডক্টর'স চেম্বার'এ আজকের বিষয় ‘ক্রনিক কিডনি ডিজিজ’। এই বিষয়ে আজকে পরামর্শ দিবেন ডা. মোসাদ্দেক আহমেদ। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন।অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।
সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৫