সন্ধ্যার মেঘমালায় মিমি

২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মি:, এসএ টিভি

প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু

সংগীতশিল্পী মিমি ছোটবেলা থেকেই সংগীত জগতের সাথে যুক্ত আছেন। শিশু শিল্পী হিসেবে তিনি ১৯৯৮ সালে শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগীতায় ও ১৯৯৯ সালে বাংলাদেশ শিশু মৌসুমী প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন। তাঁর প্রথম অ্যালবাম ‘খেয়ালি মন’ প্রকাশিত হয় ২০০৬ সালে। এরপর ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম যার শিরোনাম ছিল ‘দিওয়ানা’। ২০১২ সালে তিনি হৃদয় খানের কথা ও সুরে তৃতীয় অ্যালবাম ‘আড়াল’ প্রকাশ করেন।

অ্যালবাম প্রকাশের পাশাপাশি মিমি নিয়মিত মঞ্চ পরিবেশনা ও চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়ে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে তিনি প্লেব্যাক শিল্পী হিসেবে ৩শ-এর বেশি গান গেয়েছেন। এ ছাড়া বিজ্ঞাপণের গানেও কন্ঠ দিয়েছেন।

মিমি আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সন্ধ্যার মেঘমালার অতিথি হয়ে। বৈঠকী গানের এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে গুণী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়।

সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৫


ম্যাগাজিন

 >  Last ›