এসএ লাইভ স্টুডিও কনসার্টে ফিডব্যাক
২৩ জানুয়ারি রাত ১১টা, এসএ টিভি
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি ফিডব্যাক যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ব্যান্ডটি ১০টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। প্রথম দিকে ব্যান্ডটি জ্যাজ ধাঁচের সংগীত পরিবেশন করত। ১৯৮৭ সাল থেকে এটি পুরোদমে রক সংগীত চর্চা শুরু করে এবং প্রধান কন্ঠশিল্পী মাকসুদের নেতৃত্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৬ সালে অবশ্য মাকসুদ ব্যান্ড ছেড়ে দেন। তবে অব্যহত থাকে ফিডব্যাকের যাত্রা।
ফিডব্যাক আসছে এসএ টিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’-তে। প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচারিত হচ্ছে এই মিউজিক্যাল প্রোগ্রামটি। প্রতি আয়োজনে অংশগ্রহণ করছে দেশের সঙ্গীত জগতের জনপ্রিয় ব্যান্ড দলগুলি। সরাসরি এই অনুষ্ঠানে দর্শকের ফোন কলের পাশাপাশি আরো থাকছে ভিডিও কল করার সুযোগ।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশরাফ উজ জামান। দর্শকরা তাঁদের প্রিয় তারকাকে ফোন করতে পারবেন এই নম্বরে- ০২ ৯৮৯৫০৭১, ০২ ৯৮৯৫২৬৬, ০২ ৯৮৯৫৪১৭ এবং ০২ ৯৮৯৬৩৭৯|
সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৪