টেলিছবি ‘কাঙ্গাল’

২৪ জানুয়ারি রাত ৮টা, এসএ টিভি

রচনা: নাদিম মাহ্মুদ
চিত্রনাট্য ও পরিচালনা: জি এম সৈকত

অভিনয়ে: সাদিয়া ইসলাম মৌ, ডি এ তায়েব, রহমত রুপু

এসএ টিভির জন্মদিন উপলক্ষে বিশেষ টেলিছবি “কাঙ্গাল”। টেলিছবিটিতে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে এই সময়ের আলোচিত অভিনেতা ডি এ তায়েবকে। এই প্রথম আমার দর্শক তাঁকে দুর্ধর্ষ সন্ত্রাসী চরিত্রে দেখবে এবং সাদিয়া ইসলাম মৌ কে দেখা যাবে ডিবি অফিসার এর ভূমিকায়।

নাদিম মাহমুদের রচনায়, জি এম সৈকতের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, ডি এ তায়েব, রহমত রুপু, মনির হোসেন, সৈয়দ শুভ্র আরো অনেকেই। নাটকটি প্রযোজনা করেছে এস জি প্রোডাকশন।

সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›