একক নাটক: দুইয়ে দুইয়ে পাঁচ

২৪ জানুয়ারি রাত ৯টা এনটিভি

রচনা ও পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামূল

অভিনয়: নিপুণ, নীরব, পারভীন সুলতানা দিতি

শাম্মী একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করে। ছেলেদের সাথে কেন জানি শাম্মী সহজভাবে মিশতেই পারেনা। চোখে চোখ রেখে কথা বলতে পারেনা। আবার পারিবারিক ভাবে যে সব বিয়ের প্রস্তাব আসে তা শাম্মীর ঠিক পছন্দ হয়না। সেই শাম্মী প্রেমে পড়েছে। শুধু কি প্রেমে পড়েছে! তার থেকে চার বছরের ছোট এক ছেলের প্রেমে পড়েছে। যার দরুণ শাম্মীর ভেতরে যে টানাপোড়েন চলছে, যে মানসিক জটিলতায় ভুগছে সে, তাই নিয়ে কথা বলতে শাম্মী দেখা করে একজন মহিলা কাউন্সিলরের সাথে। একদিন মহিলা শাম্মীর কাছে ছেলেটির নাম জানতে চায়। শাম্মী জানায় ছেলেটির নাম শাওন। মহিলা যেন একটু আঁৎকে ওঠেন।
এনটিভিতে ২৪ জানুয়ারি রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘দুইয়ে দুইয়ে পাঁচ’। নঈম ইমতিয়াজ নেয়ামূলের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- নিপুণ, নীরব, পারভীন সুলতানা দিতি প্রমূখ।


নাটক

 >  Last ›