আমি আর মা’তে হুমায়রা হিমু ও তাঁর মা

২৩ জানুয়ারি রাত ১১ টা ২০ মি আরটিভি

উপস্থাপনা: তানিয়া আহমেদ
প্রযোজনা: সোহেল রানা বিদ্যুত

আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো আমি মা। অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে এসেছেন মডেল হুমায়রা হিমুও তাঁর মা।
একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আর টিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’।
সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছে স্বপ্নের মতো। তারা যখন টিভি বা সিনেমাতে তাদের সেই প্রিয় মানুষটিকে দেখে তখন স্বভাবতই তার সেই প্রিয় মানুষটির সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা পোষন করে। এই অনুষ্ঠানটির মাধ্যমে সেই সাধারণ মানুষটি তার স্বপ্নের সেলিব্রেটির নানা অজানা তথ্য জানতে পারবেন।
হিমুর মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প।
সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ।
এছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট ।
তানিয়া আহমদের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২৩ জানুয়ারী শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে।


ম্যাগাজিন

 >  Last ›