বয়হুড

পরিচালনা: রিচার্ড লিংকলেটার

অভিনয়: এলান কলট্রেন, প্যাট্রিসিয়া আর্কেট, লরেলেই লিংকলেটার, এথান হক

ম্যাসন নামের এক বালকের বেড়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বয়হুড’। ঘটনাবলীর শুরু ২০০২ সালে যখন ম্যাসন ৬ বছরের এক বালক। এরপর ১২ বছর ধরে বিভিন্ন ঘটনাবলীর মধ্য দিয়ে ম্যাসনের জীবন এগিয়ে যায়। সিনেমাটির দৃশ্যধারণও চলেছে ১২ বছর। একই অভিনেতা-অভিনেত্রীগণ ১২ বছর ধরে একই চরিত্রে অভিনয় করে গেছেন। শিশু শিল্পী এলার কলট্রেন মূল চরিত্র ম্যাসনের ভূমিকায় ১২ বছর ধরে অভিনয় করেন। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিসিয়া আর্কেট, লরেলেই লিংকলেটার, এথান হক প্রমূখ।

সিনেমাটি ২০১৪ সালের জানুয়ারিতে সাবড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। পরবর্তীতে এটি ২০১৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে মুক্তি পায়। এটি বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নেয়। গোল্ডেন গ্লোব-এর পাঁচটি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি এবং জিতে নেয় ‘বেস্ট মোশন পিকচার’, ‘সেরা অভিনেতা’ ও ‘সেরা পার্শ্ব-অভিনেত্রী’র পুরস্কার। অস্কারে এটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

প্রদর্শনী’র সূচি:  স্টার সিনেপ্লেক্স

৩১জানু ও ১, ২, ৩ ফেব্রুয়ারি সকাল ১১ঃ১০ ও বিকাল ৪ঃ৩০

৪ ফেব্রুয়ারি, বিকাল ৪ঃ৩০ 

৫ ফেব্রুয়ারি, সকাল ১১ঃ১০ ও বিকাল ৪ঃ৩০

যোগাযোগ:

ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com

সাতদিন/এমজেড/২৪জানুয়ারি২০১৫


মুভি

 >  Last ›