ভালো আছি ভালো থেকো'র অতিথি
ফজলুর রহমান বাবু
২৪ জানুয়ারি রাত ৮টা মোহনা টিভি
উপস্থাপনা: জামিল
মোহনা টিভিতে দেখবেন জনপ্রিয় সেলিব্রেটিদের নিয়ে আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘ভালো আছি ভাল থাকো’। সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প আড্ডা অতিথি জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ মাধ্যমে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। এ সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা তিনি। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'মনপুরা' ছবিতে অভিনয় করেন। এ ছবির গানে কণ্ঠও দিয়েছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
ফজলুর রহমান বাবু্র সাথে আড্ডায় আছে মিরাক্কেল খ্যাত জামিল। ভালো আছি ভালো থেকো অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৪ জানুয়ারি রাত ৮টায় মোহনা টেলিভিশনে।
সাতদিন/জেকে/২৩জান/১৫