জ্ঞাতিজনের আড্ডার বিষয়

মার্ক্সের ভাবনায় মানুষ

২৪ জানুয়ারি বিকাল ৪টা ৩০ মি:

জ্ঞাতিজন, লালমাটিয়া, ঢাকা

জ্ঞাতিজনের উদ্যোগে ‘মার্ক্সের ভাবনায় মানুষ’ শীর্ষক এক আড্ডার আয়োজন করা হয়েছে। এই আড্ডা অনুষ্ঠিত হবে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত জ্ঞাতিজনের কার্যলয়ে (বাড়ি# ৮/১৪, ব্লক# বি)। এতে আলোচক হিসেবে অংশ নিবেন জাভেদ হুসেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন জাকির হোসেন। উল্লেখ্য, এটি জ্ঞাতিজনের অষ্টম আড্ডা।

সাতদিন/এমজেড/২৪জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›