A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

ছায়ানট প্রকাশ করল অডিও সিডি তিন প্রহরের রাগ | সাতদিন

ছায়ানট প্রকাশ করল অডিও সিডি

তিন প্রহরের রাগ

২৪ জানুয়ারি বিকালে ছায়ানট ভবনে ‘তিন প্রহরের রাগ’ শিরোনামের একটি শুদ্ধসংগীতের সিডি উন্মোচন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এই সিডি-তে থাকছে তিনটি পরিবেশনা। রেজোয়ান আলী’র কন্ঠে ‘গুর্জরী টোড়ি’, প্রিয়াঙ্কা গোপের কন্ঠে ‘মধুবন্তী’ এবং অসিত দে’র কন্ঠে ‘বেহাগ’ দিয়ে সাজানো হয়েছে ‘তিন প্রহরের রাগ’।

ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র স্মৃতি মিলনকেন্দ্রে এই সিডিটির মোড়ক উন্মোচন করে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন। শিল্পী খায়রুল আনাম শাকিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং শ্রী অমরেশ রায় চৌধুরী’র পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এরপর সভাপতি সনজিদা খাতুনের বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সবশেষে বেহালায় শুদ্ধসংগীত পরিবেশন করেন ছায়ানটের শিক্ষক শিউলী ভট্টাচার্যী।

সাতদিন/এমজেড/২৪জানুয়ারি২০১৫