শুরু হচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
২৬ থেকে ২৮ জানুয়ারি
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৬ জানুয়ারি দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলন কেন্দ্র (টিএসসি)-এর দ্বিতীয় তলায় অবস্থিত অডিটরিয়ামে শুরু হচ্ছে ৭ম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব। উৎসবে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা, বিকাল ৩টা এবং সন্ধ্যা ৬টা এই তিন সেশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এই উৎসবের জন্য গত ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে তরুণ নির্মাতাদের কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে তরুণ নির্মাতারা তাঁদের চলচ্চিত্র পাঠিয়েছেন। এবারে বিগত সব উৎসবের তুলনায় বেশি চলচ্চিত্র জমা পড়েছে। সেখান থেকে বাছাইকৃত ৪৪টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চলচ্চিত্র নির্মাণে উদ্ভুদ্ধ করতে ২০০৭ সালে এমন একটি উৎসব আয়োজনের উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। এই উৎসবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এই উৎসব। তবে ২০১৪ সালে উৎসব আয়োজিত হয়নি। দেশ-বিদেশের বহু বিশ্ববিদ্যালয় থেকে অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে বলে উদ্যোক্তাদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। উৎসব শেষে, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ’জহির রায়হান বেস্ট শর্ট ২০১৫’ পুরস্কার এবং আরো কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্মানসূচক স্বীকৃতি পাবে। সেরা পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ টাকা। ২য় ও ৩য় পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০,০০০ ও ২০,০০০ টাকা।
সাতদিন/এমজেড/২৫জানুয়ারি২০১৫