বেলাশেষে’র অতিথি
উজ্জ্বল দেওয়ান
২৬ জানুয়ারি বিকাল ৫টা ৩০মি: এসএ টিভি
প্রযোজনা: কাজী চপল
সংগীতশিল্পী উজ্জ্বল দেওয়ান সাধারণত লোকসংগীত ও বাউল গান পরিবেশন করে থাকেন। সংগীত-ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করায় তিনি ছোটবেলা থেকে পেয়েছেন সংগীত চর্চার উপযোগী পরিবেশ। তাঁর পিতা খালেক দেওয়ান বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল শিল্পী যার কাছ থেকে তিনি পেয়েছেন অনুপ্রেরণা।
উজ্জ্বল দেওয়ান আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী চপল।
সাতদিন/এমজেড/২৫জানুয়ারি২০১৫