ধারাবাহিক নাটক অগ্নিপথ
সন্ধ্যা ৬ টা ২০ মি : বৈশাখী টিভি
পরিচালনা- মোক্তাদির ইবনে ছালাম
পরিচালনা- রিপন নবী
অভিনয়- হাসান ইমাম , নিমা রহমান, আফরোজা বানু, মাসুম আজিজ, মৌসুমী নাগ, সীমানা, শোয়েব, রওনক হাসান, মনোজ সেনগুপ্ত, গাজী রাকায়েত, কাজী রাজু, জ্যোতিকা জ্যোতি, মুনিয়া, শিরিন বকুল
সৃষ্টির আদিকাল থেকে ভালো ও মন্দের লড়াই চলে আসছে। এ লড়াইয়ে যদিও সব সময় ভালোরই জয় হয়। তবুও মন্দ এত মোহনীয় ও আকর্ষণীয় রূপ ধরে থাকে যে মানুষ খুব সহজেই ওই মোহ আর লোভের জালে আটকা পড়ে।
এক সময় মন্দ যখন তার আসল চেহারা দেখায় মানুষ তখন আঁতকে ওঠে। সেই জাল কেটে বেরিয়ে আসতে চায়। এসব নিয়েই অগ্নিপথের গল্প।
পথিকের ব্যানারে নির্মিত নাটকটির পর্ব পরিচালনা করছেন মোক্তাদির ইবনে ছালাম ও পরিচালনা করছেন রিপন নবী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেনÑ হাসান ইমাম, নিমা রহমান, আফরোজা বানু, মাসুম আজিজ, মৌসুমী নাগ, সীমানা, শোয়েব, রওনক হাসান, মনোজ সেনগুপ্ত, গাজী রাকায়েত, কাজী রাজু, জ্যোতিকা জ্যোতি, মুনিয়া, শিরিন বকুল প্রমুখ।