ভালো আছি ভালো থেকো’র অতিথি

ফকির শাহাবুদ্দিন

২৫ জানুয়ারি রাত ৮টা, মোহনা টিভি

ফকির শাহাবুদ্দিন মনের তাগিদে গান গেয়ে যান—সেই গান, যা মনের চাহিদা মিটায়। যা মানুষকে ভাবতে শিখায়। যা মানুষকে 'অদেখার' ঠিকানা সন্ধানে মন্ত্রণা দেয়। বাংলার বাউল সঙ্গীতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে তিনি কাজ করে চলেছেন। কনসার্ট করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে।

ফকির শাহাবুদ্দিন আসছেন মোহনা টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘ভালো আছি ভালো থেকো’র অতিথি হয়ে। সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প আড্ডা অতিথি জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ মাধ্যমে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে।


আড্ডা ও আলোচনা

 >  Last ›