ধারাবাহিক নাটক ‘ঘোমটা’

রাত ৮টা ১৫মিনিট, বাংলাভিশন

রচনা- রিজওয়ান খান
পরিচালনায়- কায়সার আহমেদ

অভিনয়- চঞ্চল চৌধুরী, প্রভা, দীপা খন্দকার, আনিসুর রহমান মিলন, রুনা খান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, আব্দুল রাতিন, সুষমা, আহসান হাবিব নাসিম, প্রেম, সোমা,

এই ধারাবাহিক নাটকটি একটি ফ্যামিলি ড্রামা। রুনা খানের বিয়ে হয় নাসিমের সাথে। রুনা খানের ননদ প্রভা ও শাশুড়ী ডলি জহুর। শাশুড়ীর সাথে রুনা খানের কলহ শুরু হয় ঘোমটা না দেওয়া নিয়ে এবং অশৃংখল জীবন যাপন নিয়ে। ঐদিকে চঞ্চল চৌধুরী একজন শিল্পপতি। তার আদরের ছোট বোন রুনা খান অনেক জেদী। কিছু হলেই সে বাবার বাড়িতে চলে আসে শাশুরীর সাথে ঝগড়া করে। সে সম্পত্তির বণ্টন এখনই করে ফেলতে চায়। অন্যদিকে মিলনের বাবা মা ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী’র টানাপড়োন-এর সংসার।

মা জলি চায় ছেলেকে ধনী পরিবারে বিয়ে দিতে। ছেলে পছন্দ করে প্রভাকে। মা ছেলের বিয়ে ঠিক করে বড় লোক বাবার অন্ধ মেয়ের সাথে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।

ধারাবাহিক নাটক ‘ঘোমটা’ বাংলাভিশনে প্রচারিত হচ্ছে সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রভা, দীপা খন্দকার, আনিসুর রহমান মিলন, রুনা খান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, আব্দুল রাতিন, সুষমা, আহসান হাবিব নাসিম, প্রেম, সোমা, প্রমুখ।

 


নাটক

 >  Last ›