বেলাশেষে’র অতিথি শহীদ রহমান
২৭ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি
উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র এবারের পর্বে অতিথি হয়ে আসছেন গীতিকার শহীদ রহমান। শহীদ রহমানের সঙ্গীত রচনায় এ পর্যন্ত বেশ কিছু অ্যালবাম বের হয়েছে। উল্লেখ্য, আগামি ১৭ জানুয়ারি তার একক অ্যালবাম 'সাতটি তাঁরার দীপ' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অ্যালবামটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া প্লান্ট। অনুষ্ঠানে তিনি তার জীবনের নানা বিষয় নিয়ে আলাপ করবেন।
কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এলিনা শাম্মি।
সাতদিন/এমজেড/২৬জানুয়ারি২০১৫