মাজনুন মিজান ও তাঁর পরিবারকে নিয়ে
গেম শো পাড়া বেড়ানো বুড়ি
২৭ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৪৫ মি: দেশ টিভি
প্রযোজনা: সুমন সাহা
উপস্থাপনা: সুষমা সরকার
পাড়া বেড়ানো বুড়ি অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থাপক একজন সেলিব্রেটির বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে আড্ডা দিয়ে থাকেন। আর আড্ডার ফাঁকে ফাঁকে সেলিব্রেটির পরিবারের সদস্যরা অংশ নেন মজার মজার সব খেলায়। প্রত্যেক খেলায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব উপহার।
প্রযোজক সুমন সাহা জানান, শুরুতে শুধু সেলিব্রেটি ফ্যামিলি নিয়েই অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। তবে পরবর্তীতে সবার জন্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকবে। অংশগ্রহণের নিয়মাবলী অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থাপক বিস্তারিত জানিয়ে দিবেন।
অনুষ্ঠানটির এবারের পর্বে অংশ নিবেন জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও তাঁর পরিবার।
সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সুষমা সরকার। প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠানটির প্রচারিত হয়।
সাতদিন/এমজেড/২৬জানুয়ারি২০১৫