জাতীয় নৃত্যনাট্য উৎসবে

রঙিলা নায়ের মাঝি

পরিবেশনায়: আব্বাস উদ্দীন একাডেমী, খুলনা

২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা

মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা

বাংলাদেশের কোন এক অখ্যাত গ্রাম সোনাহাটি। সেই গ্রামের সকলেই মোটামুটি সচ্চল কৃষক পরিবারের ছেলে কদম পাশের গ্রামের তন্বী তরুণী মেয়ে পারুলকে ভালোবেসে ফেলে। আস্তে আস্তে প্রেম, তারপর নানান সমস্যা পেরিয়ে তাদের বিয়ে।

তাদের সুখের সংসার ভালোই চলছিল। হঠাৎ এক বছর আগ্রাসী বন্যায় তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। বন্যার পরে আসে প্রচণ্ড খরা। নিজেরপ পরিবারকে রক্ষা করতে বাণিজ্য করার বাসনা নিয়ে কদম তার বন্ধুদের নিয়ে নৌকায় চেপে পাড়ি জমায় দূরদেশে। কিন্তু ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকা ডুবির খবর শুনে পারুল ভাবে কদম মারা গেছে। রাতে বাজে স্বপ্ন দেখে পারুল দৌড়ে নদীর ঘাটে ছুটে যায় এবং নদীতে ঝাঁপ দেয়। এদিকে ঝড়ে বিধ্বস্থ কদম এরই মাঝে গ্রামে ফিরে আসে কিন্তু ততোক্ষণে সব শেষ। কদম নদীর ভেতর থেকে পারুলকে খুঁজে পায় তবে পারুলের প্রাণ পাখী আর নেই। পারুলের বিরহে কদমের হৃদয় ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। হাহাকার করে কদম নদীর পাড়ে শুয়ে পড়ে।

এনামুল হক বাচ্চু’র নির্দেশনায় এই নৃত্যনাট্যে অংশ নিচ্ছেন এনামুল হক বাচ্চু, সাজিয়া রহমান প্রিসিলা, মোসাদ্দেক আলী অপু, বেল্লাল হোসেন চঞ্চল, মিজানুর রহমান সোহাগ, শেখ ওমর উদ্দীন, আনিসুজ্জামান রুবেল, পৃথিশ কুমার ম-ল, রাফিউল ইসলাম রিফাত, অথৈ রায় শিল্পী, সুমনা আক্তার শান্তা, কামরুন্নাহার তানিয়া, সোনিয়া নাসরিন, সুরভী ক্রজ, মাফুজা খানম লিজা, ফেরদৌসী খানম রোদৌসী, বিপাশা মল্লিক তুলি, সিরাজুল ইসলাম হিরা প্রমূখ।

সাতদিন/এমজেড/২৭জানুয়ারি২০১৫

 


প্রদর্শনী

 >  Last ›