দেবশ্রী ভট্টাচার্যের পরিবেশনায়
কত্থক নৃত্যানুষ্ঠান
২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:
ছায়ানট মিলনায়তন, শংকর, ঢাকা
ভারতীয় নৃত্যশিল্পী দেবশ্রী ভট্টাচার্যের নির্দেশনা ও পরিকল্পনায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত হয়েছে কত্থক নৃত্যের বিশেষ অনুষ্ঠান ‘বৈচিত্র্য’। এতে নৃত্য পরিবেশন করবেন দেবশ্রী ভট্টাচার্য ও তাঁর দল। দেবশ্রী ভট্টাচার্য বিখ্যাত নৃত্যগুরু শ্রীমতি রাণী কর্ণার কাছে তালিম নিয়েছেন। বর্তমানে তিনি ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনের একজন এ গ্রেড শিল্পী। এছাড়া তিনি ‘সঙ্গীত নাটক একাডেমি’ ও ‘কত্থক কেন্দ্র’-এর নিবন্ধিত সদস্য।
দেবশ্রী ভট্টাচার্য এলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতি হতে সঙ্গীত প্রভাকর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি জয়দেবপুর বিশ্ববিদ্যালয় হতে দর্শনে মাস্টার্স করেছেন।
উল্লেখ্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান চারটি ধারার একটি হল কত্থক নৃত্য। কত্থক নৃত্যে প্রধানত রাধা কৃষ্ণের লীলা কাহিনীই রূপায়িত হত। দীর্ঘকাল ধরে ধর্মীয় উৎসব ও মন্দিরে এই ধারার নৃত্য পরিবেশিত হত। মোঘল আমলে দরবারী সঙ্গীত ও নৃত্যের যুগ সুচিত হলে কত্থক নৃত্যের একটি সুসংগঠিত রূপ গড়ে ওঠে।
সাতদিন/এমজেড/২৭ডিসেম্বর২০১৫