জাতীয় নৃত্যনাট্য উৎসবে

সামান্য ক্ষতি

পরিবেশনায়: জাগো আর্ট সেন্টার, ঢাকা

২৮ জানুয়ারি সন্ধ্যা ৭টা

মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে রচিত হয়েছে নৃত্যনাট্য ‘সামান্য ক্ষতি’। নাটকের গল্পে দেখা যায় কাশির রাজ্যের রাণী কোন এক মাঘ মাসের শীতে পুরীর একটি গ্রামে সখিদের নিয়ে স্নান করতে যায়। স্নান শেষে রাণীর অনেক শীত লাগার কারণে শীত নিবারণের জন্য আগুন পোহাবার ইচ্ছা প্রকাশ করলে সখিদের আগুনের ব্যবস্থা করতে বলেন। সখিরা রাণীর ইচ্ছা পূরণের জন্য আশপাশ থেকে কাঠ এনে আগুনের ব্যবস্থা করে। কিন্তু সামান্য আগুনে রাণীর শীত নিবারণ না হওয়াতে পার্শ্ববর্তী দরিদ্র গ্রামবাসীর ঘরে আগুন লাগিয়ে শীত নিবারণের ব্যবস্থা করতে নির্দেশ দেন রানী। রাণীর নির্দেশে ঘরে আগুন লাগিয়ে শীত নিবারনের ব্যবস্থা করা হয়। পুরোগ্রামটি রাণীর শীত নিবারনের জন্য পুড়ে নিঃশেষ হয়ে যায়। গ্রামের মোড়ল গ্রামবাসীদের শান্তনা দিয়ে রাজার কাছে নালিশ দিলে। রাজা রাণীর কাছে দরিদ্র গ্রামবাসীর বসত বাড়ি পোড়ানোর কারণ জানতে চাইলে রাণী জানায়, তোমার রাজকোষের ধন-দৌলতের কাজে গ্রামবাসীদের এই ঘর-বাড়ি অতি সামান্য। জবাবে রাজা ক্ষিপ্ত হয়ে রাণীকে রাজপ্রাসাধ থেকে বের করে দেয় এবং বলে গ্রামবাসীদের এই সামান্য ক্ষতিটুকু পুরণ করে এই রাজপ্রাসাদে তুমি ফিরে আসবে।

গওহর জামিলের কোরিওগ্রাফি এবং বেলায়েত হোসেন খানের পরিচালনায় নৃত্যনাট্যে অংশ নিবেন বেলায়েত হোসেন খান, প্রিয়াঙ্কা, এ.এস.এম. রফিকুল আলম, এনায়েত হোসেন’সহ আরও অনেকে। পোশাক পরিকল্পনা করেছেন রওশন জামিল।

সাতদিন/এমজেড/২৭জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›