নীল পায়রার গানে
ইয়াসমিন মুশতারী
২৮ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি: একুশে টেলিভিশন
উপস্থাপনা: ফাতেমা তুজ জোহরা
প্রযোজনা: মরিয়ম দিসেম্ব
নজরুল সংগীতের জনপ্রিয় শিল্পী ইয়াসমিন মুশতার প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন ১৯৯৫ সালে। ‘আমি চাঁদ নহি’ শিরোনামের সেই অ্যালবাম প্রকাশের পর পেরিয়ে গেছে প্রায় ২০টি বছর। এখনও শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন এই গুণী শিল্পী। এ পর্যন্ত তাঁর ৭টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বেঙ্গল মিউজিক বাজারে এনেছে তাঁর সর্বশেষ অ্যালবাম ‘মহুয়া বনে’।
ইয়াসমিন মুশতারী আসছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘নীল পায়রার গান’-এর অতিথি হয়ে। বাংলা গানের জগতে বিশেষ স্থান দখল করে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের বিশাল সঙ্গীত ভান্ডার থেকে গান নিয়ে সাজানো হয়েছে এই বৈঠকী গানের আসর।
সাতদিন/এমজেড/২৭জানুয়ারি২০১৫