জাতীয় নৃত্যনাট্য উৎসবে
দ্রোহকাল
পরিবেশনায়: নৃত্যশৈলী
২৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা
মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা
‘সেই এক আশ্চর্য সময় এসেছিল আমাদের জীবনে, আমাদের ইতিহাস। এত সুসময় আগে কখনো আসেনি, এত দুঃসময় আর কখনো দেখেনি বাংলাদেশ। সমগ্র বিশ্ব জানল, চিনল এবং বুঝতে পারল সবুজ শ্যামল প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কত ইস্পাত কঠিন’। ১৯৭১ সাল, বাঙালির মুক্তিযুদ্ধ। আমাদের গ্রামের এক অনন্য সাধারণ ঘটনা। দ্রোহ এবং দহনের কাল! ২৫ মার্চ কালোরাতে বর্বর পাক হানাদার বাহিনী বাংলার শান্তিপ্রিয় মানুষের উপর হামলে পড়ে, চালায় নিষ্ঠুর গণহত্যা। প্রথম রাতেই শহীদ হন কয়েক লক্ষ বাঙালি। রক্ত আর অশ্রুতে প্লাবিত হয় পদ্মা-মেঘনা-যমুনার জল, প্রিয় বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ বারবার এসেছে আমাদের কবিতায়, আমাদের উপন্যাসে, নাটকে, গানে, নৃত্যে এসেছে ক্যানভাসে, এসেছে প্রতিক্ষণের জীবন সংগ্রামে, নবরূপে নতুন আঙ্গিকে। ‘দ্রোহকাল’ তেমনি একটি দলগত প্রচেষ্টা। প্রথমা প্রকাশনা থেকে প্রকাশিত ‘একাত্তরের চিঠি’ অবলম্বনে নৃত্যশৈলী’র পরিবেশনা ‘দ্রোহকাল’। নীলাঞ্জনা যুঁই-এর নির্দেশনায় এতে অংশ নিচ্ছেন নীলাঞ্জনা যুঁই, সুবর্ণা সাহা, দেলোয়ার হোসেন, নাজিয়া চৌধুরী, অর্জিতা দাশ, শাহজাদা নাহিয়ান চৌধুরী, বাধন দাশ, অমৃতা বৈদ্য, আসিফ মোহাম্মদ, নীলাদ্রি পাল, সুমন আহমেদ, চন্দ্রিমা দে, স্বর্ণা রায় শান্তা, সুমন কুমার দাশ প্রমূখ।
সাতদিন/এমজেড/২৮জানুয়ারি২০১৫