জাতীয় নৃত্যনাট্য উৎসবে

কবর

পরিবেশনায়: দিব্য সাংস্কৃতিক সংগঠন ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, ঢাকা

২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা

মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা

পল্লীকবি জসীম উদ্দীনের “কবর” কবিতা অবলম্বনে রচিত হয়েছে এ নৃত্যনাট্যের কাহিনী। মূল চরিত্র দাদু তাঁর দীর্ঘ জীবনে একে একে হারিয়েছেন পরিবারের আপনজনদের। তারই ভারাক্রান্ত স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। একমাত্র অবলম্বন, দুঃখ-সুখের সাথী নাতির কাছে তাঁর জীবন চিত্র এঁকে তোলেন। ছবির সমস্ত রঙ আজ ফিকে হয়ে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মৃত্যু আলিঙ্গন করে নেয়। মৃত্যুর কঠিন বাস্তব রঙের করুণ সুরই বার বার বেজে উঠেছে এই নৃত্যনাট্যে।

দীপা খন্দকার-এর গ্রন্থনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় এই নৃত্যনাট্যে অংশ নিয়েছেন আবদুর রশীদ স্বপন, আতাউর রহমান মোহন, প্রফুল্ল দাশ, সৌরভ, রৌদ্র, ফারাহ শাহওয়ার ঝুনঝুন, অহনা, রুবায়েদ আহম্মেদ মিশু, রুবায়েদ আহম্মেদ মিশু, রাসনা রফিক, অঙ্কিতা, সীমান্ত, এনায়েত, প্রাণ বল্লভ’সহ আরও অনেকে। ‘টোনাটোনি’ প্রযোজনায় এই আয়োজনের সংগীত পরিচালনা করেছে সুজেয় শ্যাম এবং আবহ সংগীতে কন্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায় ও মুজিবুর রহমান দীলু। আলোক নিদের্শনায় আছেন সবুজ ভূঁইয়া।

সাতদিন/এমজেড/২৮জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›