মৌসুমী-সজলের অভিনয়ে একক নাটক

আইসক্রিম ও অনুভূতির গল্প

২৯ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৫০ মি:, মাছরাঙা টেলিভিশন

রচনা: রাজীব হাসান ও পার্থ সরকার
পরিচালনা: পার্থ সরকার

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেন মিস করে রেল স্টেশনে বসে আছে মৌসুমী। ছবি তুলতে তুলতে হঠাৎ ফ্রেমে তাকে আবিষ্কার করে সজল। অনুমতি না নিয়েই কয়েকটা ছবি তুলে ফেলে। এ নিয়ে রাগারাগি করে মৌসুমী সেখান থেকে চলে যায়। এক পর্যায়ে রাগারাগির অবসান ঘটিয়ে আলাপচারিতায় মেতে ওঠে দু’জন। ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের। মৌসুমীকে নিয়ে পুরো চট্টগ্রাম শহর ঘুরে বেড়ায় সজল। বিকেলে মৌসুমী ঢাকায় ফিরে যাওয়ার সময় মন খারাপ হয় সজলের। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৌসুমী জানায়, প্রেমিক হাসানকে সারপ্রাইজ দিতে হুট করে এই শহরে এসেছিল সে। কিন্তু হাসানের ফ্ল্যাটে অন্য এক মেয়েকে দেখে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান এবং মেয়েটিকে খুন করে সে। চাঞ্চল্যকর এই ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘আইসক্রিম ও অনুভূতির গল্প’।

রাজীব হাসান ও পার্থ সরকারের রচনায় এটি পরিচালনা করেছেন পার্থ সরকার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও সজল।

সাতদিন/এমজেড/২৮জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›