এয়ারটেল টেলিফিল্ম ফেস্টিভ্যাল আজ

ভালোবাসা ১০১

২৯ জানুয়ারী রাত ১১টা জিটিভি

রচনা ও পরিচালনা: রেদোয়ান রনি

অভিনয়: মেহজাবীন, টয়া, সাফা কবির, সাজু খাদেম, তুষার খান, দিলারা জামান, মিশু সাব্বির, সাফা কবির

চট্টগ্রামে বাস করা মেয়ে এবং ঢাকার একটি ছেলের পরিচয় হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্য দিয়ে। কিন্তু তাদের কখনই সামনাসামনি দেখা হয়নি। ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে তারা একে অন্যের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু একে অন্যকে না জানিয়ে। এ নিয়ে নিজের বন্ধুদের সঙ্গে তারা তৈরি করে পরিকল্পনা। এ গল্পের আলোকেই তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ভালোবাসা ১০১’।
রেদওয়ান রনির পরিচালনায় ‘ভালোবাসা ১০১’ টেলিফিল্মটিতে অভিনয় করছেন মেহজাবীন, টয়া, সাফা কবির, সাজু খাদেম, তুষার খান, দিলারা জামান, মিশু সাব্বির, সাফা কবির প্রমুখ। প্রচারিত হবে ২৯ জানুয়ারী রাত ১১টায় জিটিভিতে।


নাটক

 >  Last ›