রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদের আয়োজনে

মুক্তপ্রাণ চলচ্চিত্র উৎসব

২৯ থেকে ৩১ জানুয়ারি

সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা

রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদের উদ্যোগে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত হতে যাচ্ছে "মুক্তপ্রাণ চলচ্চিত্র উৎসব ২০১৫"। ২৯ জানুয়ারি ২০১৫ থেকে শুরু হতে যাওয়া ৩ দিনের এই উৎসবে প্রতিদিন বিকাল ৩টায় চলচ্চিত্র প্রদর্শনী’সহ নানা আয়োজন শুরু হবে।

২০০৫ বা তার পরবর্তীতে নির্মিত চলচ্চিত্র নিয়ে এই আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে নতুন স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতারা সাধারণ দর্শকদের সামনে তাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করতে পারবেন। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ ও নির্মাণের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা'র আয়োজন থাকবে।


এই উৎসব আয়োজনের লক্ষ্যে স্বাধীন ও মুক্ত ধারার চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয় ৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০১৫ এর মধ্যে। সেখান থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হবে।


উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে নির্মাতাদের নিয়ে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনার আয়োজন রয়েছে। চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সাতদিন/এমজেড


প্রদর্শনী

 >  Last ›