আলাপের অতিথি জ্যোতিকা জ্যোতি
২৯ জানুয়ারি সকাল ১০টা ১০মি: বৈশাখী টেলিভিশন
প্রযোজনা: পলাশ মাহবুব
বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আলাপ’। কথপোকথনের এই অনুষ্ঠান প্রতিদিন সকালে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। প্রতি পর্বে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জ্যোতিকা জ্যোতি।
এ সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন। ২০০৫ সালে জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র কবরী সারোয়ারের 'আয়না। তারপর হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে বেলাল আহমেদ পরিচালিত "নন্দিত নরকে" অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলি', 'রাবেয়া ' ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।
জ্যোতিকা জ্যোতির জন্ম ময়মনসিংহে। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছেন জ্যোতি। ময়মনসিংহের বহুরূপী থিয়েটারের সদস্য ছিলেন তিনি। টিভি নাটকের পাশাপাশি উপস্থাপনাও করেছেন জ্যোতিকা জ্যোতি। তার অভিনীত একক নাটকগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইশতিয়াক মাহমুদের জলকন্যা, তুহিন অবন্তের চক্রবলয়, রাসেল আজমের মুক্তাহীন ঝিনুক ও সালেহ আহমেদের কাঁটাতারের বেড়া।
জ্যোতি অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে পালাবার পথ নেই, কলেজ রোড, আপন আপন খেলা, রঙ্গিলা এবং গৃহদাহ ইত্যাদি উল্লেখযোগ্য।
পলাশ মাহবুবের প্রযোজনায় "আলাপ" উপস্থাপনা করেছেন শান্তা। প্রচারিত হবে ২৯ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।