টেলিফিল্ম: একা এবং একা
৩০ জানুয়ারি বিকেল ৩টা ৫ মি চ্যানেল আই
রচনা: আনিসুল হক
পরিচালনা: মাইনুল হাসান খোকন
অভিনয়: ফেরদৌসী মজুমদার, তৌকীর আহমেদ
একজন অন্ধ মাকে নিয়ে নির্মিত হয়ে টেলিফিল্ম একা এবং একা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। যিনি সারাক্ষণ তার ছেলের অপেক্ষায় থাকে। একদিন তার ছেলে আসে। তিনি ছেলেকে আদর করেন, নিজের হাতে খাওয়ান। কিন্তু একদিন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কারণ সেটি তার ছেলে ছিল না। ফেরদৌসী মজুমদার আবার ‘একা এবং একা’ হয়ে পড়েন। এই নাটকে ফেরদৌসী মুজমদারের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তৌকীর আহমেদ।
আনিসুল হকের রচনা মাইনুল হাসান খোকনের পরিচালনায় একা এবং একা টেলিফিল্মটি প্রচারিত হবে ৩০ জানুয়ারি চ্যানেল আইতে।