ফক বক্স-এর অতিথি চুমকী চন্দ
৩০ জানুয়ারি রাত ৮টা, এসএ টিভি
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
চুমকী চন্দ চার বছর বয়স থেকেই গানের চর্চা শুরু করেন। পাঁচ বছর বয়সে মঞ্চে দাঁড়িয়ে প্রথম গান গেয়েছিলেন তিনি। স্কুল জীবনে থাকতেই চাঁদপুরের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন 'সঙ্গীত নিকেতন' থেকে সমাপ্ত করেছিলেন সঙ্গীতের ওপর সাত বছর মেয়াদি কোর্স। গান গেয়েছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও।
দুই দশক ধরে সংগীতের জগতে বিচরণ করা চুমকী চন্দ স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে পেয়েছে বেশ কিছু পুরস্কার। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই গুণী শিল্পী আসছেন এসএ টিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘ফোক ফিউশন: ফোক বক্স’-এর অতিথি হয়ে।
লোকসংগীত বাংলার চিরায়ত একটি গানের ধারা। আমাদের দেশের সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে আছে লোকসংগীত ও বাউল গান। লোকগান নিয়ে এসএ টিভি’র ভিন্ন স্বাদের আয়োজন ফিউশন ধর্মী অনুষ্ঠান ‘ফোক বক্স’। অনুষ্ঠানের প্রত্যেক পর্বে একজন লোকসংগীতশিল্পী থাকেন যিনি ফোক সঙ্গীতকে ভিন্ন ধারায় আধুনিক যন্ত্রের সংমিশ্রনে উপস্থাপন করেন দর্শকদের মাঝে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
সাতদিন/এমজেড/২৯ডিসেম্বর২০১৫