বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার

দেশ সেরা ডিজাইনার মডেল নিয়ে

র‌্যাম্প শো ফ্যাশন উই

৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি আর টিভি

প্রযোজনা: শাহীদ শরীফ

ইন্টারন্যাশনাল ফ্যাশন ইউক এর সাথে আমরা কম বেশী সকলেই পরিচিত। বাংলাদেশে এই রকম কোন উদ্যোগ আগে নেয়া হয়নি। দ্বিতীয় বারেরমত আরটিভির উদ্যোগে দেশ সেরা ৩ জন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক ও শাহরুখ আমিন, লিপি-এর বছরের সেরা আউটফিট এবং দেশ সেরা দুই বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান ও কাজী কামরুল ইসলামদের, ফারজানা মুন্নি সঙ্গে নিয়ে একটি বিশেষ নতুন ধরণের র‌্যাম্প শোর আয়োজন করতে যাচ্ছে।

‘আরটিভি উই ফর -ফ্যাশন রানওয়ে ২০১৫’ নামক অনুষ্ঠানটি মূলতঃ ফ্যাশন ট্রেন্ড ও গ্লামার ভিত্তিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে র‌্যাম্পে হাটবে দেশ সেরা ৩৬ জনমডেল। ৩০ জন মেয়ে এবং ৬ জন ছেলে মডেল।
আগামী ৩০ জানুয়ারী আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এ অনুষ্ঠান সরাসরি প্রচার হবে আরটিভিতে।

উই ফ্যাশনে অংশগ্রহন করবেন নওশীন নায়লা, ইম, প্রিয়াংকা, শাওন, কারিশমা, রাকা, নাবিলা,সাঈদখান, শ্রাবণ্য প্রমূখ। ফর ফ্যাশন রানওয়ে এ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উই ফর ফ্যাশন অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শাহীদ শরীফ।


ম্যাগাজিন

 >  Last ›