তারকালাপ এ আজকের অতিথি
নিশিতা বড়ুয়া
৩০ জানুয়ারি সকাল ১০টা ৪০মি আর টিভি
উপস্থাপনায়: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু
আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করেন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে।
এবারের পর্বে অতিথি হয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া।
নিশিতা বড়ুয়া ক্লোজআপ ওয়ান ২০০৬ এর দ্বিতীয় রানারআপ। 'রঙধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ডাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে, তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত' ইত্যাদি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নিশিতা।
নিশিতার জন্ম তার কুমিল্লায়। সেখানেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। শ্রাবণী হালদারের কাছে চার বছর বয়স থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তালিম নিয়েছেন। এরপর চট্টগ্রামে ওস্তাদ মিহির লালের কাছে বেশ কয়েক বছর তালিম নেন তিনি। নিশিতা চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশ হতে মার্কেটিং বিষয়ে ব্যাচেলার অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রী লাভ করেছেন। গান পরিবেশনের পাশাপাশি তিনি বর্তমানে টিভি এবং রেডিওতে উপস্থাপিকা হিসাবেও কাজ করছেন। প্লেব্যাকসহ বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। তার প্রথম একক অ্যালবাম 'আমায় নিয়ে চল'
এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় 'প্রান ম্যাংগো তারকালাপ' প্রচারিত হয় সকাল ১০ টা ৪০ মিনিটে আর টিভিতে।