তারকালাপ এ আজকের অতিথি
প্রসূন আজাদ
৩১ জানুয়ারি সকাল ১০টা ৪০মি: আরটিভি
উপস্থাপনায়: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু
আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করেন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে।
এবারের পর্বে অতিথি হয়ে আসছেন প্রসূন আজাদ। মডেল এবং অভিনেত্রী প্রসুন আজাদ ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। অবকুন্ঠন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিনয় জীবনের শুরু। এরপর অবকুন্ঠন, ডাবল ৪২০, শহরের নতুন বালিকা, একটি মৃত্যুর স্বপ্ন, টকেটিভ ইত্যাদি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া বিপ্লব হায়দার পরিচালিত ফিল মাই লাভ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসূন। তিনি গিয়াস উদ্দিন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন মনপুরা চলচ্চিত্রে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেন।
এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় 'প্রান ম্যাংগো তারকালাপ' প্রচারিত হয় সকাল ১০ টা ৪০ মিনিটে আর টিভিতে।