একক নাটক: ভালোবাসার বউ

৩০ জানুয়ারি রাত ৮টা, বৈশাখী টিভি

রচনা: মমতাজ উদ্দিন আহমেদ
পরিচালনা: আবুল হায়াত

অভিনয়: চঞ্চল চৌধুরী, নাদিয়া, মোহাম্মদ বারী, শেলী আহসান, আবুল হায়াত, মামুন

বোলন নয়া দিলি্লর বাংলাদেশ হাইকমিশনে ভালো চাকরি করে। বাবা-মা তার জন্য ঢাকায় মেয়ে দেখে রেখেছেন। তারা ঘটনাক্রমে মৃত্যুবরণ করেছেন। এখন বোলন দেশে ফিরেছে বিয়ে করতে। এর আগে একবার মেয়েটিকে দেখতে চায়। কিন্তু এতে মেয়েটি বেঁকে বসে।

অধ্যাপক মমতাজউদদীন আহমদের রচনায় ভালোবাসার বউ নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। এর বিশেষ একটি চরিত্রেও তিনি অভিনয় করেছেন। এ ছাড়া আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া, আবদুল বারী, শেলী প্রমুখ।


নাটক

 >  Last ›