সময় কাটুক গানে গানে
কুমার বিশ্বজিৎ-এর সরাসরি সঙ্গীতানুষ্ঠান
৩০ জানুয়ারি বিকাল ৩টা বৈশাখী টেলিভিশন
স্টুডিও লাইভ মিউজিক্যাল শো ‘সময় কাটুক গানে গানে’। এ পর্বে উপস্থিত থাকবেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। সরাসরি এ অনুষ্ঠানে দর্শকরা তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন কথা বলতে পারবেন এ শিল্পীর সাথে।
ফারহানা নিশোর উপস্থাপনায় এবং ইসলাম শফিকের প্রযোজনায় 'সময় কাটুক গানে গানে' অনুষ্ঠানের এ পর্বটি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ধারনকৃত অনুষ্ঠানের পুনঃ প্রচার।