গহীনের গানে সফিউল আলম রাজা
৩১ জানুয়ারি রাত ১১টা, এসএ টিভি
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
ভাওয়াইয়া গানের শিল্পী সফিউল আলম রাজা কুড়িগ্রামের সন্তান। ২০০৮ সালে তিনি ভাওয়াইয়া গানের একটি দল গঠন করেছেন। এছাড়া ২০১১ সালে ভাওয়াইয়া গানের স্কুল গঠন করেছেন যেখানে বিনামূল্যে কোর্স করানো হয়। ‘উত্তরের সুর’ ও ‘আদম-হাওয়া’ শিরোনামের দুটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন। গানের পাশাপাশি তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত আছেন তিনি।
সফিউল আলম রাজা আসছেন এসএ টিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘গহীনের গান’-এর অতিথি হয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা তাঁদের পছন্দের গানের অনুরধ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন। দর্শকরা যার যার স্কাইপি একাউন্ট থেকে musicsatv-তে সরাসরি কল করতে পারবেন। এছাড়াও শিল্পীর সাথে কথা বলার জন্য ৯৮৯৫০৭১, ৯৮৯৫২৬৬, ৯৮৯৫৪১৭ এবং ৯৮৯৬৩৭৯ নম্বরে কল করা যাবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
সাতদিন/এমজেড/২২জানুয়ারি২০১৫