লাইভ কনসার্ট ‘হিমেল সন্ধ্যা’
৩১ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মি এটিএন বাংলা
অংশগ্রহণে: রবি চৌধুরী, আঁখি আলমগীর, তপু সোহেল, শখ
পরিচালনা: মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ
উপস্থাপনা: লোপা হোসাইন
ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লায় অনুষ্ঠিত লাইভ কনসার্ট ‘পপুলার লাইফ ইন্সুরেন্স হিমেল সন্ধ্যা’ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই কনসার্টে অংশগ্রহন করবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর ও তপু সহ অন্যান্য শিল্পীবৃন্দ। মনোমুগ্ধকর এ আয়োজনে সঙ্গীত ছাড়াও থাকবে নৃত্য সহ অন্যান্য পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন সোহেল, শখ সহ বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা’র) শিল্পীবৃন্দ। মনোমুগ্ধকর এই কনসার্ট সরাসরি উপভোগ করবেন কুমিল্লা ক্যান্টনমেন্টের কয়েক হাজার সেনা সদস্য ও তাদের পরিবার। অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবীর কাকলী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
জমজমাট এই আয়োজন ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। লোপা হোসাইন এর উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।