জাতীয় নৃত্যনাট্য উৎসবে

শ্যামা

পরিবেশনায়: ধৃতি নর্তনালয়

৩১ জানুয়ারি রাত ৮টা

মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অমর সৃষ্টি নৃত্যনাট্য ‘শ্যামা’। শ্যামা নৃত্যনাট্যটিতে কবিগুরু শ্যামা নামের একজন রাজনর্তকীর আত্মকাহিনীর কথা তুলে ধরেন। শ্যামা চরিত্রের মধ্যে কবিগুরু একজন নারী’র জটিল মনস্তত্ব ফুটিয়ে তুলেছেন। শ্যামার ভালবাসা ও সেই ভালবাসার মানুষটিকে একটি চক্রান্তের হাত থেকে বাঁচানোর জন্য অন্য একটি চক্রান্ত ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় নারীর রহস্যময় চরিত্র।

বজ্রসেনকে বাঁচাতে গিয়ে শ্যামা উত্তীয় নামের একজন নির্দোষ যুবককে আত্মাহুতি দিতে বাধ্য করে। বজ্রসেনকে পেলেও শ্যামার মন শান্ত হয় না। প্রণয়ের পরিণতি লাভ করলেও শ্যামা যখন তার কৃতকর্মের জন্য আত্মদহনে জ্বলতে থাকে এবং প্রেমিক বজ্রসেনকে তার অপরাধের কথা বলে। বজ্রসেন তখন শ্যামেকে ধিক্কার জানায় এবং তাকে গ্রহণ করতে অস্বীকার করেন।

ভালবাসার পরিণতির পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসতে শ্যামাকে বজ্রসেনের কাছ থেকে। পরিত্যাক্ত নিঃস্ব শ্যামাকে বেঁচে থাকতে হয় অপরাধ ও কলঙ্কের বোঝা মাথায় নিয়ে।

ওয়ার্দা রিহাব-এর কোরিওগ্রাফী, পোষাক পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় এই নৃত্যনাট্যে ওয়ার্দা রিহাব’সহ অংশ নিয়েছেন রোবায়েদ আহমেদ, বাবরুল আলম চৌধুরী, এস. এম. রায়হানুল আলম প্রমূখ। কন্ঠসংগীতে আছেন স্নিতা প্রামাণিক ঘোষ, তৃষিত চৌধুরী, অমিত সেনগুপ্ত ও সুদীপ সেন। সংগীত পরিচালনায় আছেন কলকাতা থেকে আগত সুমন সরকার।

সাতদিন/এমজেড/২৯জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›