আপনার চিঠি পেলাম অনুষ্ঠানে

কবি আসাদ চৌধুরী

৩০ জানুয়ারি সকাল ১১টা ২০মি মোহনা টেলিভিশন

উপস্থাপনা: আর.জে অপু
প্রযোজনা: নুসরাত নাহার

এক সময় আমাদের দেশের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। কালের বিবর্তনে তা এখন হারিয়ে যাচ্ছে এখন চিঠির কথা শুনলে সবাই হতবাক। চিঠি কি জিনিস তা সবাই ভুলতে বসেছেন। সবাই এখন ব্যাস্ত মোবাইল,ফেসবুক,এসএমএস নিয়ে। তাই মোহনা টিভি আয়োজন করেছেন চিঠি-পত্র বিষয়ক অনুষ্ঠান‘আপনার চিঠি পেলাম’। অনুষ্ঠানে বিখ্যাত সব গুনী মানুষে চিঠি নিয়ে আলোচনা করা হয়। আজকের অতিথি জনপ্রিয় কবি আসাদ চৌধুরী। প্রেম-ভালবাসা,স্ত্রী’,মায়ের কাছে লেখা চিঠি। দর্শকরা ও তাদের চিঠি পাঠাতে পারেন। সেরা চিঠি বাছাই করে তা পাঠ করে শুনানো হয়।

নুসরাত নাহার এর প্রযোজনায়, আর.জে অপু উপস্থাপনায় চিঠি-পত্র বিষয়ক অনুষ্ঠান‘‘আপনার চিঠি পেলাম’’ অনুষ্ঠানটি দেখবেন শুক্রবার সকাল ১১.২০ মিনিটে মোহনা টিভিতে


আড্ডা ও আলোচনা

 >  Last ›