একক নাটক: বিবর্ণ ভালোবাসা

৩০ জানুয়ারি রাত ৯টা ৩০মি চ্যানেল নাইন

রচনা: আমিরুল ইসলাম অরুন
পরিচালনা: এস.এম.শাহীন

অভিনয়: শুভ, দিসরি, মিম

তনুজা বিশবিদ্যালয়ে তে পড়ুয়া সুন্দরী মেয়ে। সে খুবই ভাল ছাত্রী। মাস্টার্স এ পড়ে। রায়হান করপোরেট পারসন। সে ব্যক্তিত্ববান ও শান্ত স্বভাবের একটা অসম্ভব ভাল মানুষ। তনুজার চাইতে ৮/১০ বছরের বড় হবে হয়েতো। তনুজা ও রায়হানের পরিচয় হয় একটা রেষ্টুরেণ্টে। তনুজা তার বাবা-মায়ের সাথে রেষ্টুরেন্টে গিয়েছিলো খেতে। রায়হান গিয়েছিল তার বন্ধু শফিকের সাথে। শফিক তনুজাদের পূর্ব পরিচিত। শফিকের মাধ্যমেই রায়হান ও তনুজাদের পরিচয় হয়। এরপর মাঝে মধ্যে মোবাইল ফোনে কথা হয়। তনুজা সব সময় মন মরা হয়ে কথা বলে। তার মধ্যে তারুণ্য নেই যা এই বয়সের থাকার কথা। তারপর তনুজা রায়হানের সাথে কথা বলতে খুব স্বাচ্ছন্দ বোধ করে। প্রেম ছাড়া অন্য কোন সম্পর্কে তার কোন বাধা নাই। সেটা হতে বিয়ের মত সম্পর্ক। রায়হান ও তনুজা কোন এক জায়গায় দেখা হয়। তনুজা তার অতীতের কথা জানায় এভাবে আমরন।

চ্যানেল নাইনে ৩০ জানুয়ারি রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘বিবর্ণ ভালোবাসা’। নাটকটি রচনা করেছে আমিরুল ইসলাম অরুন, পরিচালনা করেছে এস,এম, শাহীন। অভিনয় করেছে শুভ, দিসরি, মিম।


নাটক

 >  Last ›