টেলিফিল্ম: টম এন্ড জেরি ফাইট
৩০ জানুয়ারি দুপুর ৩টা চ্যানেল নাইন
রচনা: সৈয়দ জিয়া উদ্দিন
পরিচালনা: গোলাম মুক্তাদির
অভিনয়: জাকিয়া বারি মম, শ্যামল মাওলা
যে এড র্ফামে কাজ করতো রিয়াদ সেখানে এসে জয়েন করে ঈষিকা । ঈষিকাকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় রিয়াদরে । ঘটনা আজ থেকে দু বছর আগের । উভয়রে পিতা ছোটবেলার সুত্রে এই দুজনরে বিয়ে দিতে চেয়েছিল । কিন্তু রিয়াদ আর ঈষিকা এরেঞ্জ বিয়ের ব্যাপারে কোন মতইে রাজী ছিল না । দুজনরে মধ্যে খোলামলো কথা হয় । প্রেমের ব্যাপারে দুজনরে অন্য কোথাও কমিটমেন্ট ছিল । তাই তারা দুজন মিলে বিয়েটা ভাঙ্গার চেষ্টা করে ।
বিয়েতো ভেঙ্গে যায়ই সেই সাথে নিজ পরিবারে রিয়াদ ভীষণ অপদস্থ হয় । ঈষিকা তার নামে এত খারাপ কথা বলবে এটা সে বুঝতে পারেনি । রাগের ঠ্যালায় সেও ঈষিকার বাবাকে ঈষিকা সর্ম্পকে বানিয়ে বানিয়ে বেশ কিছু নেগেটিভ কথা বলে । আজ আবার একি অফিসে । পুরনো ক্ষোভ আবার মাথা চাড়া দিয়ে উঠে । ক্লায়ন্টে র্সাভিসে কাজ করে দুজন । ঈষিকার সব থেকে বেশী ভাল লাগে তার কাছে রিয়াদের পরাজয় । ধীরে ধীরে ওদের ফাইট আরও জটিল হয় ।
চ্যানেল নাইনে আজ দুপুর ৩টায় প্রচারিত হবে একক নাটক ‘টম এন্ড জেরি ফাইট’। টেলিফিল্মটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন এবং পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। অভিনয়: জাকিয়া বারি মম, শ্যামল মাওলা।