রুপালী পর্দার সাতকাহন এ
আবুল হায়াত
৩১ জানুয়ারি রাত ৮টা, চ্যানেল নাইন
প্রযোজনা: জে. এন. এইচ. এম. হাসান
চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘রুপালী পর্দার সাতকাহন’। এই অনুষ্ঠানে নির্মানাধীন ছবির শুটিংকৃত অংশ ও রিলিজ ছবির নায়ক নায়িকাদের নিয়ে নানা মতামত দেখানো হয়। তাছাড়া নায়ক নায়িকার ক্যারিয়ার নিয়েও আলোচনা করা হয়। প্রতিটি পর্বে একজন করে অতিথি থাকেন। আজকের পর্বের অতিথি হিসেবে থাকছেন অভিনেতা আবুল হায়াত।
জে. এন. এইচ. এম. হাসান প্রযোজনায় রুপালী পর্দার সাতকাহন প্রচারিত হয় শনিবার রাত ৮টায় চ্যানেল নাইনে।