স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে
ভরতনাট্যম ও লোকনৃত্য পরিবেশনা
৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান, ঢাকা
১৯৯৪ সালে আরিফুল ইসলাম হিরো’র হাতে প্রতিষ্ঠিত স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছে। সংগঠনটি ঐতিহ্যবাহী ভরতনাট্যম ধারার নৃত্যের সাথে আধুনিক নৃত্যের সম্মিলন ঘটিয়ে নতুন এক ফর্ম তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপ, অস্ট্রেলিয়া ও দক্ষি-পূর্ব এশিয়ার বিভিন্ন শহরে নৃত্য প্রদর্শনী করে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে দলটি।
স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নৃত্য চর্চা করে আসছে। নৃত্যের মাধ্যমে নারী অধিকার, পরিবেশ এবং এইডসের মত বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে সচেষ্ট হয়েছে দলটি।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এবারের অনুষ্ঠানে স্মৃতি পরিবেশন করবে ভরতনাট্যম ও লোকনৃত্য। এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মক্ত থাকবে।
সাতদিন/এমজেড/২৯জানুয়ারি২০১৫