শেক্সপিয়রের ট্যাম্পেস্ট অবলম্বনে
অচিন দ্বীপের উপাখ্যান
পরিবেশনায়: প্রতীক থিয়েটার
১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:
পরীক্ষণ থিয়েটার হল, শিল্পকলা একাডেমি, ঢাকা
প্রতীক থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘অচিন দ্বীপের উপাখ্যান’। শেক্সপিয়ারের টেম্পেস্ট অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনায় থাকছেন ড. মুকিদ চৌধুরী।
নাটকের গল্পে রাজত্ব থেকে নির্বাসিত এক রাজা তার শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সমুদ্রের জলে ভাসতে ভাসতে বহু দূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। নির্বাসিত রাজা সেই নির্জন দ্বীপে বসে জাদুবিদ্যার চর্চা করেন এবং এই ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী হয়ে উঠেন। দেখতে দেখতে কেটে যায় ১২টা বছর। হঠাৎ একদিন রাজা’র শত্রুর জাহাজে করে সেই দ্বীপের কাছাকাছি আসলে রাজা তার জাদুবিদ্যা কাজে লাগিয়ে ঝড় তুলে। জাহাজডুবি হয়ে শত্রুরা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। সেখানে নির্বাসিত রাজকন্যাকে দেখে বর্তমান রাজপুত্র প্রেমে পড়ে যায় এবং নির্বাসিত রাজকন্যাও রাজপুত্রের প্রেমে পাগল হয়ে উঠে। রাজা চেয়েছিল তার শত্রুদের কঠিন শাস্তি দিতে। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়ের সাথে বর্তমান রাজার পুত্রের বিবাহের মধ্য দিয়ে সমস্ত শত্রুতার অবসান ঘটে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সঙ্গে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতিপ্রাকৃতিক জৈবশক্তি।
সাতদিন/এমজেড/৩১জানুয়ারি২০১৫