মাজাহারুল ইসলাম কচি’র একক চিত্র প্রদর্শনী

৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি

ঢাকা আর্ট সেন্টার, ধানমণ্ডি, ঢাকা

৩০ জানুয়ারি শুরু হওয়া মাজাহারুল ইসলাম কচি’র একক চিত্র প্রদর্শনী “ভ্রুণ ও উৎসব” আগামী ৭ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত প্রতিদিন প্রদর্শনীর সময় দুপুর ৩টা থেকে রাত ৮টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৯ দিনের এ প্রদর্শনীতে তেল ও জলরঙে আঁকা ৩৯টি ছবি স্থান পেয়েছে।

১৯৭৮ সালে ফেনিতে জন্মগ্রহণ করা মাজাহারুল ইসলাম কচি ড্রয়িং এন্ড পেইন্টিং বিষয়ে পড়াশুনা করেছেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজে। এটিই তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী। তবে ১৯৯৬ সাল থেকে তিনি এ পর্যন্ত ৬টি দলীয় চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ডিভিশনের সহকারি পরিচালক হিসেবে কর্মরত আছেন।


রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঢাকা আর্ট সেন্টারের গ্যালারীতে ৩০ জানুয়ারি ২০১৫ বিকেল ৪টায় শিল্পী মাজাহারুল ইসলাম কচি’র এই একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ উপাধ্যক্ষ আবদুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. শোয়েব জিবরান। ঢাকাস্থ চট্ট্রগ্রাম কারুশিল্প পর্ষদের সভাপতি স্বপন আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী মাজহারুল ইসলাম কচি।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, ‘মানুষের চিন্তাকে তুলির মাধ্যমে উপস্থাপনের যে অবলম্বন শিল্পী বেছে নিয়েছেন তা অত্যন্ত আকর্ষণীয়।’

শিল্পী মাজাহারুল ইসলাম কচি সম্পর্কে তিনি বলেন, ‘এই বয়সে জাগতিক বিষয় সম্পর্কে তার যে উপলব্ধি এতে স্পষ্টত প্রমাণ করে শিল্পী’র যাত্রাপথ কোনটি এবং এর শেষ কোথায়।’

অনুভূতি প্রকাশ করে শিল্পী মাজাহারুল ইলসাম কচি বলেন, ‘এটি আমার প্রথম একক প্রদর্শনী। আমি আমার অনুভূতির নির্যাসটুকু এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেছি। সমাজের ছোটখাট অনেক ঘটনা আছে যা আলোড়িত হয় আবার অনেক সময় হয় না। আমি আমার এসব শিল্পকর্মের মধ্যে দিয়ে তা উপস্থাপনের চেষ্টা করেছি।’

সাতদিন/এমজেড/৩১জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›