মোহাম্মদ টোকনের একক চিত্র প্রদর্শনী

৩১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান, ঢাকা

বেঙ্গল আর্ট লাউঞ্জে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘লাইট, ডার্ক, স্পেস’ শীর্ষক চিত্র প্রদর্শনী চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপর ১২টা থেকে রাত ৮টা। ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় উদ্বোধন হওয়া এই প্রদর্শনীতে শিল্পী মোহাম্মদ টোকনের বেশ কিছু বিমূর্ত চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন যৌথভাবে প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং আমেরিকান এম্বেসির পরিচালক মিস বি. ম্যাককনেল।

ক্যানভাসে শিল্পী একের পর এক রঙের স্তর সৃষ্টি করেন এবং প্রতিটি স্তর যেন নতুন মাত্রা যোগ করে তাঁর ছবিতে। তাঁর অংকন শৈলী বিশেষভাবে রোমান্টিসিজম, ইম্প্রেশনিজম এবং এবস্ট্রেক্ট এক্সপ্রেশনিজমের সাথে সম্পর্কিত। ছবিগুলো প্রথম দর্শনেই দর্শকের কাছে স্পষ্ট হয়ে উঠে না, বরং গভীরতর মনযোগ দাবি করে।

সাতদিন/এমজেড/৩১জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›